
জন্ম ১৫ই অক্টোবর বগুড়ার এক প্রসিদ্ধ মুসলিম পরিবারে। বাবা অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা। ৫ ভাই বোনের মধ্যে ৪র্থ হলে ছোট বেলা থেকেই ডানপিটে, চঞ্চল কিন্তু মিসুক প্রকৃতির আমি। সঙ্গ পেলে খুব তাড়াতাড়ি মিশতে পারি সবার সাথে।
শৈশব আর স্কুল জীবন কেটেছে বগুড়াতে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবন ঢাকাতেই। শেষ করেছি বিএসসি ইন টেক্সটাইল। বর্তমানে বস্ত্র প্রকৌশলী হিসাবে এখন কর্মরত আছি সুনামধন্য গ্রুপ কোম্পানি তে।
অবসরে লিখতে, ঘুরতে আর আড্ডা দিতে ভাল লাগে। ভাল লাগে মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দিতে সাধ্যমত। নিজের প্রিয় বলতে কিছু নেই। তবে অপ্রিয় তালিকাটি লম্বা। ভাললাগার মধ্যে বৃষ্টি, মেঘলা আকাশ, দক্ষিনা বাতাস, রাতের গভীর গুমোড় অন্ধকার আর ভরা পূর্ণিমা নজর কারে।
খুব সাদাসিধে সাধারন জীবন যাপনে অভ্যস্ত। ইচ্ছা আছে ভবিষ্যতে মানুষের কল্যানে নিজেকে আত্ননিয়োগ করার্। অসহায় মানুষের জন্যর কাজ করার।



