
আত্নবোচন
- স্বরচিত আত্মবচন
- Jul 8, 2020
- 1 min read
তোর অভিমানে ঘুমায়নি অনেক রাত,
ভেবেছি জেগে জেগে,
অনুরাগের বীণা কখন বাজে,
কিছু আত্নবোচন উপলব্ধি করার মত,
কেউ আর রাত জাগেনা,
বলেনা প্রসুতে এক মুঠো বকুল চাই।
বসন্ত শেষ হয়ে গেছে,
কোকিলের গান থেমেছে,
ভেবেছি বৈশাখী ঝড় হয়ে আসবে,
লন্ডভন্ড করতে আমায়।
হয়তো এখনও অভিমান ভাঙ্গেনি তোমার,
কেন জানি মনে হয়,
দেয়ালের ওপারে তুমি কাঁদো।
এবার শরতে যাব তোমার কাছে,
মুখ ফিরিয়ে অহংকারে,
লুকিয়ে রাখ নিজেকে,
যদি ফিরতে হয় খালি হাতে,
কথা দিচ্ছি আর হবনা মুখোমুখি,
অকারনে তুচ্ছ অজুহাতে।




Comments