top of page
Search

আত্নবোচন

  • স্বরচিত আত্মবচন
  • Jul 8, 2020
  • 1 min read

তোর অভিমানে ঘুমায়নি অনেক রাত,

ভেবেছি জেগে জেগে,

অনুরাগের বীণা কখন বাজে,

কিছু আত্নবোচন উপলব্ধি করার মত,

কেউ আর রাত জাগেনা,

বলেনা প্রসুতে এক মুঠো বকুল চাই।

বসন্ত শেষ হয়ে গেছে,

কোকিলের গান থেমেছে,

ভেবেছি বৈশাখী ঝড় হয়ে আসবে,

লন্ডভন্ড করতে আমায়।

হয়তো এখনও অভিমান ভাঙ্গেনি তোমার,

কেন জানি মনে হয়,

দেয়ালের ওপারে তুমি কাঁদো।

এবার শরতে যাব তোমার কাছে,

মুখ ফিরিয়ে অহংকারে,

লুকিয়ে রাখ নিজেকে,

যদি ফিরতে হয় খালি হাতে,

কথা দিচ্ছি আর হবনা মুখোমুখি,

অকারনে তুচ্ছ অজুহাতে।

 
 
 

Recent Posts

See All
আশ্রয়হীন ইচ্ছা গুলো

কতটা অপরাধ বোধ নিয়ে তোমার কাছ থেকে পালিয়ে বেড়ায়, কতটা অভিমানে, তোমার সচেতন অবহেলায়, নিজেকে আড়ালের চেষ্টা করি, তা বোঝার এতো সময় কই তোমার?...

 
 
 
তবুও ভালবাসি নিরবে।

হয়তো এমন আবেগের সহজ পরিসমাপ্তির পথে, দুজনের দূরত্ব বড় বাধা। দুই প্রান্তে দুই জোড়া বন্ধ চোখে, কল্পনা আর অবিশ্বাসের হাত ছানি, ক্ষনিকের...

 
 
 

Comments


Subscribe Form

+8801711282355

©2020 by স্বরচিত আত্মবচন. Proudly created by স্বরচিত আত্মবচন.

bottom of page