
আমিতো ভূলতে চাই
- স্বরচিত আত্মবচন
- May 20, 2020
- 1 min read
Updated: Jun 7, 2020
আর চাইনা ভালোবাসা, রাত জাগার মিথ্যা বাসনায়, কল্পকথায় মূখর রাখ আমায়। আমিতো ভূলতে চাই সে সব স্মৃতি কথা, যা তিলে তিলে আমায় করেছে বশ। আমিতো ফিরতে চাইনা সেই নেশায়, তিলে তিলে নিয়ে যায় মৃত্যুর দুয়ারে, ভূলে যাও সে সব পথ, তোমার আমার স্বপ্ন মিশে একাকার, দুজনের বেচে থাকার ছক বোনা। কি হবে এতো সুন্দর মূখরিত সময়, যদি সব কিছুতে হয় মিথ্যার চাষ। আমিতো ভূলতে চাই, ভূলে থাকতে চাই সেসব সময়। । ।




Comments